Monday, December 2, 2013

বিশ্বের ৩য় সর্বোচ্চ ধনী ব্যক্তি ওয়ারেন বাফেট সম্পর্কে অসাধারন কিছু তথ্য



বিশ্বের ৩য় সর্বোচ্চ ধনী ব্যক্তি ওয়ারেন বাফেট সম্পর্কে অসাধারন কিছু তথ্য:



| ওয়ারেন বাফেট তার প্রথম শেয়ার টি কিনেন ১১ বছর বয়সে এবং এখন তিনি মনে করে যে তিনি খুবদেরিতে শুরু করেছেন
| তিনি তার পেপার বিক্রি করা টাকা দিয়ে ১৪ বছর বয়সে একটি ছোট্ট ফার্ম কিনেন
| তিন এখনো তার টি বেডরুম যুক্ত বাড়িতে বসবাস করেন যেটি তিনি ৫০ বছর আগে বিবাহের পূর্বে কিনেছিলেন।  তিনি বলেন , তার সে বাসায় সকল প্রয়োজনীয় জিনিস পত্র আছে তার বাসায় কোনো ওয়াল বা বেড়া দিয়ে ঘেরা নাই
| তিনি নিজেই তার গাড়ি চালানতার কোনো ড্রাইভার বা সিকিউরিটি গার্ড নেই
| তিনি কখনো তার ব্যাক্তিগত বিমানে যাত্রা করেন না ,  যদিও তিনি বিশ্বের সবচেয়ে বড় ব্যাক্তিগত বিমান তৈরির কারখানার মালিক
| তিনি কখনো উচ্চ ভিলাশী ব্যাক্তি বা কলিগ এর সাথে সময় কাটান না তিনি বাসায় ফিরে পপ কর্ন বানিয়ে টেলিভিশন দেখে সময় পার করেন
| তিনি কখনো সাথে মোবাইল নিয়ে ঘোরেন না  তার টেবিলে কোনো কম্পিউটার বা  ল্যাপটপ নেই
| তিনি এতিম খানাতে তার মোট সম্পত্তির ৮৫ % অর্থাৎ $৩১ বিলিয়ন ডলার দান করে দিয়েছেন

Monday, November 18, 2013

উইন্ডোজ-7 কে এ্যাপল ম্যাক বানিয়ে ফেলুন খুব সহজেই...



উইন্ডোজ-7 কে এ্যাপল ম্যাক বানিয়ে ফেলুন খুব সহজেই...



আপনারা যারা উইন্ডোজ-7 কে এ্যাপল ম্যাক এর মত করতে চান এই পোস্টটি শুধু মাত্র তাদের জন্য। ভালোভাবে বুঝার জন্য অবশ্যই টিউটোরিয়ালটি দেখে নিবেন। কোন প্রকার সমস্যা হলে অবশ্যই কমেন্টস এ যানাবেন। সমধান দেওয়ার চেস্টা করব।
আমি চাই “আমি যা জানি সকলের কাছে তা শেয়ার করতে”


যারা টিউটোরিয়ালটি দেখতে চান তারা এইখানে ক্লিক করুন
এবং
যারা ডাউনলোড করতে চান তারা এইখানে ক্লিক করুন

আর Software টি ডাউনলোড করতে এইখানে ক্লিক করুন

Sunday, November 17, 2013

কিভাবে ব্যর্থতাকে হারাতে হয়...





কিভাবে ব্যর্থতাকে হারাতে হয়...





২১ বছর বয়সে তিনি ব্যবসায়ে লস করেন
২২ বছরবয়সে তিনি রাজনীতিতে পরাজিত হন।
২৩ বছর বয়সে আবারও ব্যবসায়ে লস করেন।
২৬ বছর বয়সে হারান প্রিয়তমা স্ত্রীকে
২৭ বছর বয়সে তার নার্ভাস ব্রেকডাউন হয়।
৩৪ বছর বয়সে কংগ্রেস নির্বাচনে হেরে যান।
৪৫ বছর বয়সে সিনেট নির্বাচনে হেরে যান।
৩৭ বছর বয়সে ভাইস প্রেসিডেন্ট হওয়ার সুযোগ হাতছাড়া হলো।
৪৯ বছর বয়সে আবারও সিনেট নির্বাচনে পরাজিত হন।
এবং ৫২ বছর বয়সে তিনি হন আমেরিকার প্রেসিডেন্ট।

তিনি আমেরিকার প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন।
এতগুলো হারের পরও যিনি কখনো ভাবেন নি, রাজনীতি আমার জন্যে নয়।
আর তাইতো তিনি হতে পেরেছিলেন আমেরিকার সর্বকালের ইতিহাসে সবচেয়ে আলোচিত প্রেসিডেন্টদের একজন।
ব্যর্থতা মানে নিচে পড়ে যাওয়া নয়,নিচে পড়ে যাওয়া পরও উঠে দাঁড়ানোর চেষ্টা না করা হল ব্যর্থতা

আব্রাহাম লিংকন আমাদের শিখিয়েছেন কিভাবে ব্যর্থতাকে হারাতে হয়।