Tuesday, May 28, 2013
Monday, May 27, 2013
কম্পিউটার ভাইরাসের লক্ষণ সমূহ কি কি?
কম্পিউটার ভাইরাসের লক্ষণ সমূহ কি কি?
কোন কম্পিউটারে নিম্মে উল্লেখিত সবগুলো আথবা যে কোন একটি লক্ষণ দেখা গেলে জানতে হবে কম্পিউটার ভাইরাসে আক্রান্ত হয়াছে। যথাঃ-
> কম্পিউটার প্রোগ্রাম ফাইল ওপেন করতে সাধারণ ভাবে বেশি সময় লাগবে।
> কম্পিউটারের মেমোরি হ্রাস পাবে। ফলে কম্পিউটার এর স্পীড (গতি) কমে যাবে।
> কম্পিউটার চালু অবস্তায় চলমান কাজের সাথে সংশ্লিস্ট নয় এমন কিছু বার্তা প্রদর্শিত হবে। যেমনঃ- File not Found, Out Of Memory ইত্যাদি।
> কম্পিউটার হ্যাং(কোন কাজ করার সুযোগ না দেওয়া) হতে পারে।
> নতুন প্রোগ্রাম ইন্সটলের সময় স্বাভাবিক অপেক্ষা বেশী সময় লাগবে।
> চলমান কাজের ফাইল গুলো বেশি জায়গা দখল করবে।
> কম্পিউটার চালু হতে বেশি সময় লাগবে।
> কাজ করার সময় হঠাৎ বন্ধ হতে পারে।
> কম্পিউটার এর ফাইল গুল এমন নাম ধারণ করবে যা পড়া যায়না।
> হার্ডডিস্কে ফ্রী স্পেস কমে যায়।
> ডিস্ক এক্সিস-এ বেশী সময় লাগবে।
> Exe, Com, bat ইত্যাদি ফাইল গুলো নষ্ট করে দেয়।
> আনেক ফাইল হিডেন (Hidden) করে দেয়।
কম্পিউটার চালানানোর সময় যে ম্যাসেজ নেয় সেটা ভাল করে বুঝে শুলে ক্লিক করবেন। তহলে বুঝতে পারবেন আসলে কি হয়েছে।
কোন কম্পিউটারে নিম্মে উল্লেখিত সবগুলো আথবা যে কোন একটি লক্ষণ দেখা গেলে জানতে হবে কম্পিউটার ভাইরাসে আক্রান্ত হয়াছে। যথাঃ-
> কম্পিউটার প্রোগ্রাম ফাইল ওপেন করতে সাধারণ ভাবে বেশি সময় লাগবে।
> কম্পিউটারের মেমোরি হ্রাস পাবে। ফলে কম্পিউটার এর স্পীড (গতি) কমে যাবে।
> কম্পিউটার চালু অবস্তায় চলমান কাজের সাথে সংশ্লিস্ট নয় এমন কিছু বার্তা প্রদর্শিত হবে। যেমনঃ- File not Found, Out Of Memory ইত্যাদি।
> কম্পিউটার হ্যাং(কোন কাজ করার সুযোগ না দেওয়া) হতে পারে।
> নতুন প্রোগ্রাম ইন্সটলের সময় স্বাভাবিক অপেক্ষা বেশী সময় লাগবে।
> চলমান কাজের ফাইল গুলো বেশি জায়গা দখল করবে।
> কম্পিউটার চালু হতে বেশি সময় লাগবে।
> কাজ করার সময় হঠাৎ বন্ধ হতে পারে।
> কম্পিউটার এর ফাইল গুল এমন নাম ধারণ করবে যা পড়া যায়না।
> হার্ডডিস্কে ফ্রী স্পেস কমে যায়।
> ডিস্ক এক্সিস-এ বেশী সময় লাগবে।
> Exe, Com, bat ইত্যাদি ফাইল গুলো নষ্ট করে দেয়।
> আনেক ফাইল হিডেন (Hidden) করে দেয়।
কম্পিউটার চালানানোর সময় যে ম্যাসেজ নেয় সেটা ভাল করে বুঝে শুলে ক্লিক করবেন। তহলে বুঝতে পারবেন আসলে কি হয়েছে।
Sunday, May 26, 2013
বাংলাদেশের রেডিও ফ্রিকুয়েন্সী
রেডিও foorti • ফ্রিকুয়েন্সী : 88.00
রেডিও আমার • ফ্রিকুয়েন্সী : 88.40
বাংলাদেশ বেতার • ফ্রিকুয়েন্সী : 88.8 (Sports/trafic)
ABC রেডিও • ফ্রিকুয়েন্সী : 89.20
রেডিও Today • ফ্রিকুয়েন্সী : 89.60
ঢাকা FM • ফ্রিকুয়েন্সী : 90.40
People's রেডিও • ফ্রিকুয়েন্সী : 91.60 (HD রেডিও স্টেশন )
রেডিও স্বাধীন • ফ্রিকুয়েন্সী 92.40
রেডিও ভূমি • ফ্রিকুয়েন্সী 92.80
BBC বাংলা • ফ্রিকুয়েন্সী 100.00
বাংলাদেশ বেতার-2 • ফ্রিকুয়েন্সী 103.2
Tuesday, May 21, 2013
অন্য কারো কম্পিউটারে ফেসবুক লগ আউট করতে ভুলে গেলে
অন্য কারো কম্পিউটারে
ফেসবুক লগ আউট
করতে ভুলে গেলে...
কোন সাইবার ক্যাফের কম্পিউটার বা অন্য কার কম্পিউটারে ফেসবুক লগইন করেছেন কিন্তু আসার সময় বিদ্যুৎ চলে গেছে বা আপনি লগ আউট করতে ভুলে গেছেন বা কারো মোবাইল থেকে ফেসবুক লগইন করেছেন লগ আউট করতে ভুলে গেছেন। এখন আপনি কি করবেন?
আবার ওই কম্পিউটার বা মোবাইল এ গিয়ে লগ আউট করে আসবেন? নাহ, ফেসবুক সিকিউরিটি এর দউলতে এটা আপনাকে
করতে হবে না । আপনি আপনার কম্পিউটার বা মোবাইল থেকেই
ঐ কম্পিউটার বা মোবাইল এর ফেসবুক লগ আউট করতে পারবেন।
এজন্য যা করতে হবে দেখে নিন...
১. প্রথমে আপানার PC বা MOBILE থেকে ফেসবুক এ লগইন করুন।
২. এবার Account
Setting এ যান।
৩. তারপর Security
অপশনে Active Sessions এ ক্লিক করুন
৪. এখন Current
Session এ আপনার
চলতি PC এর তথ্য দেখাবে আর Also Active এ শিরোনামে লগইন সক্রিয় আছে এমন
কম্পিউটারের সময়, ডিভাইসের নাম, কোন শহর, আইপি কত,
কোন ব্রাউজার, কোন অপারেটিং সিস্টেম তা দেখাবে।
৫. এবার ঐ আগের কম্পিউটার লগ আউট করতে End Activity ক্লিক করুন তাহলেই Computer থেকে লগ আউট হয়ে যাবে।
বিঃদ্রঃ অন্যের মোবাইল বা কম্পিউটার দিয়ে
ফেসবুক এ লগইন করার সময় কখনই “Keep me login” এ ক্লিক করবেন না । আর, পাসওয়ার্ড ও সেভ করবেন না ।
বিখ্যাতদের বিচিত্র শখ
মাদাম কুরি: প্রায় প্রতিদিন বিভিন্নভাবে একবার করে আত্মহত্যার চেষ্টা করতেন।
লিওনার্দো দা ভিঞ্চি: বাজার থেকে বিভিন্ন দামের ও জাতের পাখি কিনতেন, কিন্তু পাখিগুলো তিনি না পুষে উড়িয়ে দিতেন।
রবীন্দ্রনাথ ঠাকুর: বিভিন্ন ডিজাইনের কলম সংগ্রহ করতেন। কিন্তু সেগুলো তিনি কখনোই লেখার কাজে ব্যবহার করতেন না।
আলেকজান্দার দ্যুম: নীলকাগজে উপন্যাস লিখতেন, গোলাপি কাগজে কবিতা লিখতেন, আর পত্রিকায় ছাপানোর জন্য লেখা পাঠাতেন হলুদ কাগজে।
মার্কনি: বছরের ৩৬৫ দিনই সমুদ্র উপকূলে ঘুড়ি উড়াতেন, অন্যথা হলে তিনি নাকি ঘুমুতেই পারতেন না।
হিটলার: তিনি ছিলেন তার সময়ের জার্মানির অন্যতম শ্রেষ্ঠ ভায়োলিন বাদক। তার নির্দেশে সংঘটিত প্রতিটি হত্যাযজ্ঞের পর তিনি ভায়োলিন বাজিয়ে দুঃখপ্রকাশ করতেন।
Monday, May 20, 2013
স্মার্টফোনের আনলক নকশা ভুলে গেলে যা করবেন
স্মার্টফোনের আনলক নকশা ভুলে গেলে যা
করবেন...
সাধারণত অ্যান্ড্রয়েডচালিত স্মার্টফোন বা ট্যাবলয়েডগুলোয় নিরাপত্তার জন্য ফোনকে লক নকশা (প্যাটার্ন) দিয়ে বন্ধ করে রাখার সুবিধা আছে। এতে অনাকাঙ্ক্ষিতভাবে কেউ চাইলেই অন্যের ফোনে বা ট্যাবলয়েডে ঢুকতে পারে না। এ কারণে তথ্য নিরাপত্তা জোরদার থাকে। কিন্তু না জেনে জোর করে বা ভুল নকশা এঁকে যন্ত্রে ঢোকার চেষ্টা করলে যন্ত্রটি সাময়িকভাবে বা কখনো সম্পূর্ণভাবে অকার্যকর হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কয়েক নিয়মে আনলক নকশা থেকে উত্তরণ পাওয়া যায়।
গুগল অ্যাকাউন্ট থেকে সমাধান: সাধারণত পাঁচবার ভুল নকশা আঁকলে সে যন্ত্র সতর্ক বার্তা দিয়ে স্বয়ংক্রিয়ভাবে সমস্যা সমাধানের বিকল্প পদ্ধতি হিসেবে গুগলের অ্যাকাউন্টে ঢুকতে বলে। যদি আগে থেকেই অ্যান্ড্রয়েডচালিত যন্ত্রের জন্য গুগলের অ্যাকাউন্ট খোলা থাকে, তাহলে সে ফোন থেকে www.google.com/accounts/DisplayUnlockCaptcha ওয়েব ঠিকানা গিয়ে পরবর্তী ধাপ অনুসরণ করে আনলক খুলে নিতে পারবেন। এটি নির্ভর করবে আপনার যন্ত্রের প্রাধিকারের (হার্ডওয়্যার অথরাইজেশন) ওপর। যদি গুগল যন্ত্রের প্রাধিকার দিয়ে থাকে, তাহলে আনলক সমস্যার সমাধান ওই ওয়েব ঠিকানায় গিয়ে করা যাবে।
বোতাম চেপে সমাধান: আরেক পদ্ধতি ব্যবহার করে ফোনকে আগের মতো ভালো অবস্থানে নিয়ে যাওয়া যায়। এ নিয়ম অনুসারে ফোনকে Master Reset করাতে হবে। আপনার যন্ত্রটি ট্যাবলয়েড না স্মার্টফোন, তার ওপর এটি নির্ভর করে। অ্যান্ড্রয়েডচালিত স্মার্টফোনের জন্য প্রথমে আপনার ফোনটি বন্ধ করে নিন। এবার ফোনের মাঝের Menu বোতাম, Volume Up-Down বোতাম ও ফোনের Power বোতাম একসঙ্গে চেপে ফোন চালু হওয়া পর্যন্ত ধরে রাখুন। ফোন চালু হলে Reset your phone বা এ-সংক্রান্ত অপশন দেখা যাবে। ফোনের প্রকারভেদে এটি ভিন্ন প্রকারের বার্তা দেখায়। তবে বহুল ব্যবহৃত স্যামসাং স্মার্টফোনগুলোয় Reset Your phone অপশন দেখা যাবে। রিসেট শেষে Reboot অপশন চাপলে ফোনটির আনলক অপশন ভেঙে গিয়ে সেটি আবার চালু হবে এবং আগের মতো বাকি সব কাজ করা যাবে। অ্যান্ড্রয়েডচালিত ট্যাবলয়েডের জন্য end/sleep/power-এর যেকোনো বোতাম, মেন্যু বোতাম এবং অন-অফ বোতাম একসঙ্গে চেপে সেটি চালু হওয়া পর্যন্ত ধরে রাখুন। এরপর Reset বোতাম এলে সেটি চাপলে আনলক নকশা ভেঙে যাবে এবং বাকি সব কাজ করা যাবে। জেনে রাখা ভালো, ফোনমাস্টার রিসেট হওয়ায় ফোনের মেমরির সব তথ্য পুরোপুরি মুছে যাবে। পরে সেগুলো ফিরে আনার কোনো উপায় নেই।
সাধারণত অ্যান্ড্রয়েডচালিত স্মার্টফোন বা ট্যাবলয়েডগুলোয় নিরাপত্তার জন্য ফোনকে লক নকশা (প্যাটার্ন) দিয়ে বন্ধ করে রাখার সুবিধা আছে। এতে অনাকাঙ্ক্ষিতভাবে কেউ চাইলেই অন্যের ফোনে বা ট্যাবলয়েডে ঢুকতে পারে না। এ কারণে তথ্য নিরাপত্তা জোরদার থাকে। কিন্তু না জেনে জোর করে বা ভুল নকশা এঁকে যন্ত্রে ঢোকার চেষ্টা করলে যন্ত্রটি সাময়িকভাবে বা কখনো সম্পূর্ণভাবে অকার্যকর হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কয়েক নিয়মে আনলক নকশা থেকে উত্তরণ পাওয়া যায়।
গুগল অ্যাকাউন্ট থেকে সমাধান: সাধারণত পাঁচবার ভুল নকশা আঁকলে সে যন্ত্র সতর্ক বার্তা দিয়ে স্বয়ংক্রিয়ভাবে সমস্যা সমাধানের বিকল্প পদ্ধতি হিসেবে গুগলের অ্যাকাউন্টে ঢুকতে বলে। যদি আগে থেকেই অ্যান্ড্রয়েডচালিত যন্ত্রের জন্য গুগলের অ্যাকাউন্ট খোলা থাকে, তাহলে সে ফোন থেকে www.google.com/accounts/DisplayUnlockCaptcha ওয়েব ঠিকানা গিয়ে পরবর্তী ধাপ অনুসরণ করে আনলক খুলে নিতে পারবেন। এটি নির্ভর করবে আপনার যন্ত্রের প্রাধিকারের (হার্ডওয়্যার অথরাইজেশন) ওপর। যদি গুগল যন্ত্রের প্রাধিকার দিয়ে থাকে, তাহলে আনলক সমস্যার সমাধান ওই ওয়েব ঠিকানায় গিয়ে করা যাবে।
বোতাম চেপে সমাধান: আরেক পদ্ধতি ব্যবহার করে ফোনকে আগের মতো ভালো অবস্থানে নিয়ে যাওয়া যায়। এ নিয়ম অনুসারে ফোনকে Master Reset করাতে হবে। আপনার যন্ত্রটি ট্যাবলয়েড না স্মার্টফোন, তার ওপর এটি নির্ভর করে। অ্যান্ড্রয়েডচালিত স্মার্টফোনের জন্য প্রথমে আপনার ফোনটি বন্ধ করে নিন। এবার ফোনের মাঝের Menu বোতাম, Volume Up-Down বোতাম ও ফোনের Power বোতাম একসঙ্গে চেপে ফোন চালু হওয়া পর্যন্ত ধরে রাখুন। ফোন চালু হলে Reset your phone বা এ-সংক্রান্ত অপশন দেখা যাবে। ফোনের প্রকারভেদে এটি ভিন্ন প্রকারের বার্তা দেখায়। তবে বহুল ব্যবহৃত স্যামসাং স্মার্টফোনগুলোয় Reset Your phone অপশন দেখা যাবে। রিসেট শেষে Reboot অপশন চাপলে ফোনটির আনলক অপশন ভেঙে গিয়ে সেটি আবার চালু হবে এবং আগের মতো বাকি সব কাজ করা যাবে। অ্যান্ড্রয়েডচালিত ট্যাবলয়েডের জন্য end/sleep/power-এর যেকোনো বোতাম, মেন্যু বোতাম এবং অন-অফ বোতাম একসঙ্গে চেপে সেটি চালু হওয়া পর্যন্ত ধরে রাখুন। এরপর Reset বোতাম এলে সেটি চাপলে আনলক নকশা ভেঙে যাবে এবং বাকি সব কাজ করা যাবে। জেনে রাখা ভালো, ফোনমাস্টার রিসেট হওয়ায় ফোনের মেমরির সব তথ্য পুরোপুরি মুছে যাবে। পরে সেগুলো ফিরে আনার কোনো উপায় নেই।
Subscribe to:
Posts (Atom)