Saturday, July 20, 2013

উইনডোজ সেভেনে যেভাবে শুধুমাত্র ফন্ট সাইজ (লেখা) বাড়াবেন?




     ভিডিও-টি দেখতে ক্লিক করুন: http://youtu.be/vCM8COUf3Gs

উইনডোজ সেভেনে যেভাবে শুধুমাত্র ফন্ট সাইজ (লেখা) বাড়াবেন?

| প্রথমে Run ওপেন করুন (Start বাটন > All Programs > Accessories > Run ক্লিক করুন অথবা কিবোর্ড থেকে Windows Key + R চাপুন) এখন Open control color লিখে OK করুন।
[or RUN> control লিখে EMTER করুন।]

| Window Color and Appearance নামক একটি বক্স আসবে। এখানে Item থেকে Icon সিলেক্ট করুন।

এখানে Size থেকে আপনার ইচ্ছামত সাইজ বাড়িয়ে কমিয়ে নিন। আপনি যদি আপনার কম্পিউটারের ফন্ট পরিবর্তনও করতে চান তাহলে সেটি Font থেকে আলাদা কোন বাংলা ফন্ট যেমনঃ SolaimanLipi, Kalpurush বা Siyam Rupali সিলেক্ট করতে পারেন। সবশেষে OK ক্লিক করুন।

| OK হয়ে গেল এখন আপনার কম্পিউটারে গিয়ে দেখুন ফোল্ডারগুলি এবং সকল আইকোনগুলির ফন্ট সাইট বেড়ে গেছে এবং বাংলাগুলি বেশ সুন্দর বোঝা যাচ্ছে |

Friday, July 19, 2013

GPRS/EDGE/etc



GPRS/EDGE/etc...

আমরা যখন কোনো মোবাইল ফোন কিনতে যাই তখন আমরা দেখতে পাই মোবাইলের ক্যাটালগে Edge বা Gprs লিখা থাকে। কিন্তু আমরা জানি না যে এর অর্থ কি। আমরা সাধারণত ধরে নেই এই ফোন দিয়ে ইন্টারনেট ব্যবহার করা যাবে কিন্তু অন্য কোনো ধারণা থাকে না। এখান থেকে জেনে নিন যে এর মাধ্যমে ইন্টারনেট ব্যবহারে কি ধরনের প্রভাব পরতে পারে।

# General Packet Radio Service (GPRS): GPRS
হচ্ছে পুরাতন ইন্টারনেট টেকনোলজি। GPRS সিস্টেম ইন্টারনেট এর স্পীড পাওয়া সম্ভব সর্বোচ্চ 20 kbps বিশ্বের প্রায় সব দেশেই সিস্টেমটি ব্যবহার করা হয়।

# Enhanced Data rate for GSM Evolution (EDGE): EDGE GPRS
এর চেয়ে খুব দ্রুত কাজ করতে সক্ষম এবং এতে সর্বোচ্চ স্পীড পাওয়া সম্ভব 60kbps এটিও প্রায় সব দেশে ব্যবহার করা হয়।

# Universal Mobile Telephony Service (UMTS): UMTS
একটু উন্নত সার্ভিস যার সর্বোচ্চ স্পীড হতে পারে 384 kbps কিন্তু সব দেশে বা সব শহরে এই সিস্টেমটি নেই।

# High Speed downlink Packet Access (HSDPA): HSDPA
হচ্ছে বর্তমানের সবচেয়ে আধুনিক উন্নত মানের ইন্টারনেট স্পীড। যার গতী 5.7Mbps এবং HSPUA 7.2Mbps