Saturday, June 29, 2013

চিত্রবিচিত্র খবর



চিত্রবিচিত্র খবর
*আমাদের পৃথিবীতে প্রতি মিনিটে ছয় হাজার বার বজ্রপাত হয়!

*মানুষ বছরে প্রায় এক কোটি বার চোখের পাতা মিটমিট করে!

*জর্জিয়ায় কোনো মানুষকে সামনে অথবা পেছন থেকে থাপ্পড় দেওয়া বেআইনি!

*কুকুর বিড়ালের ঝগড়া করা উত্তর ক্যারোলিনায় আইনবিরোধী!

*ভার্জিনিয়াতে ৮টার আগে এবং ৪টার পরে কোনো মুরগি ডিম দিলে তা হবে বেআইনি!

*জাপানে কোনো মেয়েকে ছেলে ডেটিংয়ে যেতে বললে মেয়েটি আইন অনুসারে না করতে পারবে না!

*আপনার পুরো জীবনে আপনি প্রায় ৬০ হাজার পাউন্ড খাবার গ্রহণ করেন, যা ছয়টি হাতির ওজনের সমান!

*ডলফিন এক চোখ খোলা রেখে ঘুমায়!

*পৃথিবীতে প্রতি বছর হাঙরের আক্রমণে যে যতসংখ্যক মানুষ মারা যায় তারচেয়ে বেশি মানুষ মারা যায় মাথায় নারিকেল পড়ে!

*হাঁচি আপনার মুখ দিয়ে প্রতি ঘণ্টায় একশ মাইল বেগে বের হয়!

*প্রতিদিন একজন সুস্থ মানুষ গড়ে ছয়বার টয়লেটে যায়!

*'
টারান্টুলা' নামক মাকড়সা খাবার ছাড়া আড়াই বছর বেঁচে থাকতে পারে!!

*প্রতি বছর নীল নদের তীরে প্রায় এক হাজার মানুষ মারা যায় শুধু কুমিরের শিকার হয়ে!

*বৈদ্যুতিক বাতির উদ্ভাবক টমাস আলভা এডিসন অন্ধকারকে ভয় পেতেন!

*পৃথিবীর আশি ভাগ প্রাণীর পায়ের সংখ্যা ছয়টি!

*ছোট্ট একটা ব্যাঙ হজম করতে একটি সাপের ৫২ ঘণ্টা সময় লাগে!

*মানুষের জন্ম নিয়ন্ত্রণ বড়ি গরিলাদের ক্ষেত্রেও কাজ করে!

*একটি জোঁকের মস্তিষ্কের সংখ্যা ৩২টি!

*যখন একটি কাচ ভাঙে, তখন এর ফাটল প্রায় তিন হাজার মাইলেরও বেশি গতিতে ছড়ায়!

সরসঃ বিডি প্রতিদিন- রকমারি ডেস্ক

রসায়নের কিছু মজার তথ্য


রসায়নের কিছু মজার তথ্য...

১. আপনার শরীরে যে পরিমান কার্বন আছে তা দিয়ে ৯০০০ পেন্সিল বানানো যাবে 

২. আপনি যদি এক গ্লাস পানিতে এক মুঠো লবন দেন তাহলে তো গ্লাসের পানি পরে যাবে, তাই না? দিয়ে দেখুন তো পরে কিনাকি অবাক হচ্ছেন? পানির উচ্চতা আরও কমে গেল, তাই না?

৩. সোনা অনেক দুর্লভদাম তো আকাশচুম্বীকিন্তু আপনি কি জানেন, পৃথিবীতে যে পরিমান সোনা আছে তা দিয়ে সম্পূর্ণ পৃথিবী ঢেকে দিলে হাঁটু পরিমান উচ্চতা হবে

৪. অক্সিজেন গ্যাস এর কোন বর্ণ নাই, কিন্তু তরল ও কঠিন অক্সিজেন নীল বর্ণের

৫. হাইড্রফ্লুরিক এসিড এত বেশি ক্ষয়কারী যে গ্লাস গলিয়ে(dissolve) ফেলে, কিন্তু তারপরেও এটাকে দুর্বল এসিড বলা হয়

৬. পৃথিবীর সবচে দুর্লভ মৌল এস্তেতিন, সারা পৃথিবীতে মাত্র ২৮ গ্রাম এস্তেতিন আছে

৭. বায়ুমণ্ডলের প্রায় ২০% অক্সিজেন শুধুমাত্র আমাজন রেইন ফরেস্টের মাধ্যমেই উৎপন্ন হয়

৮. সাধারন তাপমাত্রায় ব্রোমিন ও পারদ এদুটো মৌল ই তরল

৯. আমরা জানি পানির রাসায়নিক নাম (H 2 O) এইচ টু ও, কিন্তু ইউপ্যাক(IUPAC)অনুযায়ী পানির রাসায়নিক নাম ডাইহাইড্রজেন মনোঅক্সাইড

১০. মহাবিশ্বে সবচেয়ে বেশি পাওয়া যায় হাইড্রোজেন কিন্তু পৃথিবীতে সবচে বেশি পাওয়া যায় অক্সিজেন (প্রায় ৪৯% বায়ুমণ্ডল ভুমি সাগর)

১১. বজ্রপাতে প্রতিবছর অনেক লোক মারা যায়, কিন্তু আপনি কি জানেন বজ্রপাত না থাকলে পৃথিবীর প্রাণীকুল ধ্বংস হয়ে যেতকারন বজ্রপাতের মাধ্যেমেই ওজোন তৈরি হয়

Thursday, June 27, 2013

জীবন মানে সংগ্রাম



জীবন মানে সংগ্রাম...
:: আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন মুচির দোকানে কাজ করতেন।

::
আবুল কালাম (ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি) ছিলেন গরীব ঘরের সন্তান। তাঁর বাবা ছিলেন একজন মাঝি। তবুও তিনি একজন বিখ্যাত বিজ্ঞানী হতে পেরেছিলেন।

::
নিকোলাস ক্রেজ 'ফেয়ারফ্যাক্স' থিয়েটারে পপকর্ন বিক্রি করতো।

::
বিখ্যাত গায়ক বন জোভি প্রথম জীবনে বাড়িঘর সাজানোর ডেকোরেটরের কাজ করতো।

::
হলিউড অভিনেতা 'ক্যাপ্টেন জ্যাক স্প্যারো' খ্যাত জনি ডেপ ছোটোবেলায় রাস্তায় রাস্তায় বল পয়েন্ট কলম বিক্রি করতো!

::
বলিউড অভিনেতা শাহরুখ খান মুম্বাইতে এসে বেঞ্চে ঘুমাতেন,প্রতিদিন কাজ খোজার জন্য বের হওয়ার আগে বন্ধুর কাছে ২০ টাকা করে ধার নিতেন।

::
আন্ড্রু কার্নেগী প্রচুর গরীব ঘরের ছেলে ছিলেন। তিনি একটি খামারে কাজ করতেন। পরে তিনি আমেরিকার অন্যতম শ্রেষ্ঠ ধনী ব্যক্তি হয়েছিলেন।

::
হলিউড অভিনেতা ব্রাড পিট প্রথম জীবনে 'এল পল্লো লোসো' নামের এক রেস্টুরেন্টে মোরগের ড্রেস পরে হোটেলবয় এর কাজ করতো।

::
থমাস এলভা এডিসনকে ছোটবেলায় সবাই বোকা, গাধা বলে রাগাত। তিনি পড়াশোনায় ভালো ছিলেন না। তবু তিনি একজন বিখ্যাত বিজ্ঞানী হতে পেরেছিলেন।

                **জীবন থেমে থাকে না, আপনি না চাইলেও সময় গড়াবেই। ভবিষ্যতকে আপনার মোকাবেলা করতেই হবে। তাই অহেতুক আর কোন অজুহাত নয়, এবার সময় বিশ্বকে জয় করার। সাহস নিয়ে বলুন, "আমি পারবোই"