Saturday, June 29, 2013

চিত্রবিচিত্র খবর



চিত্রবিচিত্র খবর
*আমাদের পৃথিবীতে প্রতি মিনিটে ছয় হাজার বার বজ্রপাত হয়!

*মানুষ বছরে প্রায় এক কোটি বার চোখের পাতা মিটমিট করে!

*জর্জিয়ায় কোনো মানুষকে সামনে অথবা পেছন থেকে থাপ্পড় দেওয়া বেআইনি!

*কুকুর বিড়ালের ঝগড়া করা উত্তর ক্যারোলিনায় আইনবিরোধী!

*ভার্জিনিয়াতে ৮টার আগে এবং ৪টার পরে কোনো মুরগি ডিম দিলে তা হবে বেআইনি!

*জাপানে কোনো মেয়েকে ছেলে ডেটিংয়ে যেতে বললে মেয়েটি আইন অনুসারে না করতে পারবে না!

*আপনার পুরো জীবনে আপনি প্রায় ৬০ হাজার পাউন্ড খাবার গ্রহণ করেন, যা ছয়টি হাতির ওজনের সমান!

*ডলফিন এক চোখ খোলা রেখে ঘুমায়!

*পৃথিবীতে প্রতি বছর হাঙরের আক্রমণে যে যতসংখ্যক মানুষ মারা যায় তারচেয়ে বেশি মানুষ মারা যায় মাথায় নারিকেল পড়ে!

*হাঁচি আপনার মুখ দিয়ে প্রতি ঘণ্টায় একশ মাইল বেগে বের হয়!

*প্রতিদিন একজন সুস্থ মানুষ গড়ে ছয়বার টয়লেটে যায়!

*'
টারান্টুলা' নামক মাকড়সা খাবার ছাড়া আড়াই বছর বেঁচে থাকতে পারে!!

*প্রতি বছর নীল নদের তীরে প্রায় এক হাজার মানুষ মারা যায় শুধু কুমিরের শিকার হয়ে!

*বৈদ্যুতিক বাতির উদ্ভাবক টমাস আলভা এডিসন অন্ধকারকে ভয় পেতেন!

*পৃথিবীর আশি ভাগ প্রাণীর পায়ের সংখ্যা ছয়টি!

*ছোট্ট একটা ব্যাঙ হজম করতে একটি সাপের ৫২ ঘণ্টা সময় লাগে!

*মানুষের জন্ম নিয়ন্ত্রণ বড়ি গরিলাদের ক্ষেত্রেও কাজ করে!

*একটি জোঁকের মস্তিষ্কের সংখ্যা ৩২টি!

*যখন একটি কাচ ভাঙে, তখন এর ফাটল প্রায় তিন হাজার মাইলেরও বেশি গতিতে ছড়ায়!

সরসঃ বিডি প্রতিদিন- রকমারি ডেস্ক

No comments:

Post a Comment