Tuesday, June 25, 2013

Google.com এ সঠিক ব্যবহার করে যে কোন Extension এর ফাইল এখন আপনার হাতের মুঠে আসবে


Google.com সঠিক ব্যবহার করে যে কোন Extension এর ফাইল এখন আপনার হাতের মুঠে আসবে...
আমরা অনেক সময় গান অথবা বই ডাউনলোড করার সময় বিভিন্ন সাইট ঢুকতে হয় আবার কখন কখন সকল সাইট registration করতে হয়। আমার মতন যারা limitation data এর নেট ব্যবহার করেন তাদের কে সকল রঙচঙ্গা সাইটে প্রবেস করে ডাউনলোড করা অনেক সময় বিরক্তিকর লাগে এর ফলে শুধু শুধু আমাদের নেটের ডাটা পুরতে থাকে যদি কেমন হত সকল সাইট প্রবেশ না করে সরাসরি ডাউনলোড লিংক পাওয়া যেত

কিভাবে সহজে করবেন তা নিচে দেখানো হলোঃ
# প্রথমে আপনি http://www.google.com/ যান
#
এরপর বক্সের মধ্যে অর্থাৎ আপনি যেখানে সার্চ করেন সেখানে লেখেন? intitle:index.of? mp3 শিল্পির নাম গানের টাইটেল
#
বই এর ক্ষেত্রে লেখুন ?intitle:index.of? pdf লেখকের নাম বই এর নাম
**একটি উদাহরণ দিয়ে দেখান হল
##
প্রথমে গুগল প্রবেশ করি এবং লেখি? intitle:index.of? mp3 balam lukochuri
#
এখানে কতগুল সাইট আসবে সেখান থেকে প্রথম টা সিলেক্ট করি

এভাবে আমরা server প্রবেশ করে ডাইরেক্ট ডাউনলোড করতে পারি এছাড়া আমরা extension পরিবর্তন করে বিভিন্ন ফাইল ডাউনলোড করতে পারি। যেমন ebooks এর জন্য pdf, ছবি এর জন্য avi ইত্যাদি শুধু? intitle:index.of? mp3 এর mp3 এর পরিবর্তনে যে extension টি চাই সেই extension টি লিখতে হবে

No comments:

Post a Comment